ইউক্রেন সেনাদের আরও ৬৪ লক্ষ্যবস্তুতে হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনে সেনাবাহিনীর আরও ৬৪ টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন।

রাশিয়া যেসব লক্ষ্যবস্তুতে হামলা করেছে তার মধ্যে রয়েছে—ইউক্রেনের সেনাদের চারটি নিয়ন্ত্রণ কেন্দ্র, তিনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি এস-৩০০ ও দুটি এম১ রকেট লঞ্চার, দুটি গোলা, দুটি জ্বালানি ডিপো এবং ইউক্রেনের সেনাদের ৪৯টি এলাকার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

গোলাবারুদের দুটি বৃহৎ ডিপোতে কম দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে।  ইউক্রেন-বেলারুশ সীমান্তে একটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১টি যান ধ্বংস করা হয়েছে।  এ ছাড়া রাশিয়ার ৩০৫টি গোলা, ৯৬টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে ১১৭৯ বেসামরিক নিহত, ১৮৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ।

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।