সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরা’র বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েমন অব বাংলাদেশ (সেব) খুলনা বিভাগীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, চিংড়ী রপ্তানিকারক প্রতিষ্ঠান এসিআই প্রসেসিং প্লান্ট’র জেনারেল ম্যানেজার মো. সৈয়েব মাহমুদ, সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আবদুর রব, খুদ্র-নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জেলার ৬জন মৎস্য চাষী ও ব্যাবসায়ীর মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। আলোচনা সভা পূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পৌর দীঘিতে গিয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

Please follow and like us:

Check Also

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।