অবহেলার আর এক নাম মৌতলা ইউনিয়নের চাতরার রাস্তা

অবহেলার আর এক নাম মৌতলা ইউনিয়নের চাতরার রাস্তা

আব্দুস ছাত্তার, কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি : অবহেলিত এক জনপদের নাম মৌতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাতরা যেখানে একটি রাস্তা আজও পাকা হয়নি।মৌতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাপখালি ব্রিজের সামনে হতে খানপুর টু কৃষ্ণনগরের মধ্যবর্তী শওকত সাহেবের বাড়ির মোড় পর্যন্ত ২.২ মিটার কাঁচা রাস্তা। এই রাস্তার গা ঘেঁষে রয়েছে ৪/৫ হাজার মানুষের বসবাস।

দুই পাশের স্থানীয় বাসিন্দারা জানান-আমাদের গ্রাম থেকে মৌতলা ও কৃষ্ণনগর বাজার মুখি ও পাকা রাস্তা পেতে এ কাঁচা রাস্তাটি পড়ে। বর্ষা এই মৌসুমে প্রচন্ড কাঁদার কারণে প্রয়োজনীয় পণ্য সময় মতো বাজারজাতকরণ করা যায়না।কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারে না,অসহায় হয়ে পড়ে মসজিদের মুসল্লিরা।সরবরাহ করতে পারে না স্হায়ী ভাবে গড়ে ওঠা ডেইরি ও পোল্ট্রিশিল্পের মালামাল। গ্রামের কোন মুমূর্ষু, ডেলিভারি রোগী চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে ব্যাহত হয়। অনেক সময় রোগী মারাও যান। তারা আরো বলেন-প্রতি ৫বছর পর পর নির্বাচন আসে এই ইউনিয়নে। এলাকার মেম্বার, চেয়ারম্যান প্রার্থীরা আমাদেরকে শুধুই প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু এই রাস্তাটি কখনো পাকাকরণ করার উদ্যোগ নেননি তারা।

বিগত দিনে দুই তিন মেয়াদে মেম্বার ও চেয়ারম্যান এর দায়িত্ব পালন করলেও আমাদের দুঃখটা বোঝেনি তারা। এই রাস্তাটি পুঁজি করে চলে প্রতিবার নির্বাচন। অথচ এই ওয়ার্ডে রয়েছে-১টি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসারা। এলাকাবাসী বলছেন-নির্বাচন আসলেই রাস্তা পাকা করে দেবো বলে প্রতিশ্রুতি দেয়া হয়। অথচ নির্বাচন হয়ে গেলে আর কেউ ফিরে ও তাকায় না এই রাস্তার দিকে। এবিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লের সাথে কথা হলে তিনি বলেন-ওই রাস্তা পাকাকরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পেলে অচিরেই রাস্তা পাকা করণ করা হবে। এদিকে দ্রুত রাস্তাটি পাকা করণের জন্য এলাকাবাসী মাননীয় এমপি মহোদয়,উপজেলা চেয়ারম্যান – ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

সাতক্ষীরায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারায় সংবাদ সম্মেলন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: সাতক্ষীরার নলতায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদ করতে ধর্মীয় অনুভূতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।