তালায় সাবেক ইউপি সদস্য ইদুয়ার আর নেই

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সাবেক  ইউপি সদস্য ইদুয়ার সরদার (৯৭) আর নেই । রবিবার (২৮মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়াদুর সরদার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামের মৃত এজহার আলি সরদারের ছেলে । ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে।
সোমবার(২৯মে)  বাদ আছর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে  তার দাফন সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানতে ছুটে যান, তালা উপজেলা পরিষদের  চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,   বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,  সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী সহ স্থানীয়রা।
এসময় তারা মরহুমের শোকাহত পরিবার এবং  স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ তাঁর আত্মার শান্তি কামনা করেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।