জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭মার্চ

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে এবছর ১৩পদের বিপরীতে মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আগামী ৭মার্চ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সুত্রে আরও জানা গেছে, এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ৪৮৪ জন ভোটার আগামী ৭মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ১৩টি পদের বিপরীতে মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদের মধ্যে সভাপতি পদে-শেখ আব্দুল মান্নান বাবলু ও মো: কামরুজ্জামান, সহ-সভাপতি পদে-মো: রমজান আলী, কাজী শাহাদাত হোসেন মাসুম, তুষার কান্তি রায় ও আব্দুর রহমান (২), সাধারণ সম্পাদক পদে-মো: সাইফুল ইসলাম বাবু, মো: আবু সাঈদ ও মো: আব্দুল জলিল, যুগ্ম-সম্পাদক পদে-আবু সাঈদ (৩) ও দেবাশীষ কর্মকার, সহ-সম্পাদক পদে-মো: আনোয়ার হোসেন ও মো: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে-মো:শামীম আক্তার মিরান মুকুল ও কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে- নরেশ মল্লিক ও মো: শফিকুল ইসলাম এবং সদস্য পদে-আবু সাঈদ বিশ্বাস, মেহেদী হাসান, মনোজ কুমার বিশ্বাস, পলাশ রায়, গোলাম হোসেন মিলন, বিধান চন্দ্র, আব্দুস সামাদ, মো: আব্দুল হাকিম, মো: গোলাম রব্বানী আলম ও মো: শামসুর রহমান নির্বাচনে লড়ছেন। ইতোমধ্য সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্লাকার্ডে ছেয়ে গেছে আদালত চত্বর। চায়ের স্টলগুলোতে প্রার্থী ও ভোটারদের উপচে পড়া ভীড়ে বেশ খুশি চায়ের দোকানদাররা। প্রার্থীরা শুধু এখানেই থেমে নেই, দিন-রাত ছুটে চলেছে এক ভোটার থেকে অন্য ভোটারের বাড়িতে। প্রার্থীরা দলবল নিয়ে ভোটারদের বাড়িতে যাওয়ায় সাধারণ ভোটাররাও বেশ আনন্দিত। এবছর এড আল.মো: আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে মোট ৮সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এড. স ম মমতাজুর রহমান মামুন, এড. আ ক ম শামছুদ্দোহা খোকন, এড. এসএম আমজির হোসাইন, এড. এসএম আবুল বাশার, এড. ফকরুল আলম বাবু, এড. মোস্তাফিজুর রহমান অনিক, এড. এমএম আব্দুস সালাম।

Please follow and like us:

Check Also

চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা

অতি তীব্র তাপদাহের মধ্যে চলতি বছরে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।