Breaking News

শ্যামনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি সাঈদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম, ডা. ইমাম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মো. হারুন রশিদ সাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সবশেষে, শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের আরোগ্য এবং পঙ্গুদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

About news-admin

Check Also

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা : সালাহউদ্দিন

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *