হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে সংগঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও মাগফিরাত কামনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই মাহফিলে ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মাহবুবুর রহমান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। তিনি বলেন, “২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আজকের এই বাংলাদেশে মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই অর্জন যেন স্থায়ী হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি আরও বলেন, “আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের জরুরি উদ্যোগ গ্রহণ করা উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন আমির মাওলানা মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, নওয়াবেকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পরিষদ সচিব কার্তিক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আক্তারুজ্জামান লিটিল, মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আব্দুর রব খসরু, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, ছাত্রনেতা মাহফুজ, স্থানীয় ছাত্র-ছাত্রী ও বাজার ব্যবসায়ী গণ।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু সরকারের পতনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি চেতনার নাম, একটি আন্দোলনের নাম, যে আন্দোলন বৈষম্যহীন, ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠা একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।