Breaking News

সাতক্ষীরায় সন্তাসীদের হাত থেকে রক্ষা পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চিহ্নিত চাঁদাবাজ, মাদকাসক্ত, সন্ত্রাসী চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি উপজেলার পিচলাপোল গ্রামের মো. রিজাউল শেখের ছেলে মো. কামাল শেখ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ্য মামাকে দেখতে তিনি একটি মটর সাইকেলে গত বুধবার (২ জুলাই) বেলা ১০টার দিকে সেখানে যাচ্ছিলেন। পথিমধ্যে ইউরেকা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কলারোয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক তুলশীডাঙ্গা গ্রামের আমিরুল সরদারের ছেলে শুভ রাসেল, একই গ্রামের গোলাম বনির ছেলে মানিক, মৃত আব্দুর রউফ সরদারের ছেলে রনি সরদার, মৃত সামছুর হাজীর ছেলে তালহা সরদার ও একই এলাকার রায়হানসহ আরও ২০/২৫ জনের সংঘবদ্ধ চিহ্নিত সন্ত্রাসী চক্র আমার মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় তারা আমার মটর সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাকে মারপিট করতে করতে রায়হানের ইজিবাইকে তুলে তুলশীডাঙ্গার বাঁশ বাগানের ভিতরের দিকে একটি মৎস্য ঘেরে নিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পরবর্তীতে সন্ত্রাসী শুভ রাসেল আমার মাথায় বিদেশী অস্ত্র ঠেকালে মানিক আমার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আরও ৫০ হাজার টাকার দাবী করে। তখন আমি উপায়ন্তর না পেয়ে বাড়িতে ফোন করে বিষয়টি বললে আমার ভাই আলিম শেখ আরও ৫০ হাজার টাকা এনে দিলে তারা আমার মোবাইল ও মোটর সাইকেলটি ফিরিয়ে দেয়।
কামাল শেখ অভিযোগ করে আরো বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রটি জোরপূর্বক আমার হাতে ইয়াবা ধরিয়ে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ভিডিও করে বলে যদি এই টাকার কথা বাইরে গিয়ে কারও সাথে বলিস বা শেয়ার করিস তাহলে তোকে খুন করে গুম করে ফেলব । তারা এসময় আস্ফালন করে আরও বলে যে, যদি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিস তাহলে প্রশাসনের নিকট ধারণকৃত ভিডিও দিয়ে তোকে পুলিশে ধরিয়ে দিব। এভাবে আমাকে শাসিয়ে ছেড়ে দেয়। বর্তমানে আমি ও পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, উক্ত চক্রটির নামে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও জমি দখল সহ লুটপাটের বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। তারা এতই হিং¯্র যে, তাদের নামে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায় না। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানিয়ে এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার ও বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প ইনচার্জ, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

About news-admin

Check Also

জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট

জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *