সাতক্ষীরায় কুরআন প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরা সদর উপজেলায় হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশনের ২৬তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ জানুয়ারী দিনব্যাপী হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলার ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্দিরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মো. আশরাফুজ্জামান, সহ-সভাপতি হাফেজ মাও. জায়েদ আব্দুল্লাহ্। অনুষ্ঠানে ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযােগিতায় কুরআন প্রতিযােগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৫’শতাধিক কুরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা ও ৩০ পারা ভিত্তিতে কয়েক ভাগে বিভক্ত করে কুরআন প্রতিযােগিতা শুরু হয় এবং ১ম, ২য়, ৩য় স্থানে মনােনীত করে বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদাণ করা হয়

Please follow and like us:

Check Also

গ্রীষ্মের তাপদাহে .. সাতক্ষীরার ২৭টি নদী ও ৪২৯টি খাল শুঁকিয়ে গেছে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা :  প্রখর রৌদ্র, গ্রীষ্মের তাপদাহ ও বৃষ্টিপাতের দেখা না মেলায় সাতক্ষীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।