ইবিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে পরীক্ষা

শাহীন আলম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলসমূহ খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে চলমান/ঘোষিত পরীক্ষা এবং চলমান থাকবে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম।

শুক্রবার (২১ জানুয়ারি) রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত ইবিতে ক্লাসসমূহ (স্ব-শরীরে) বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলমান/ঘোষিত পরীক্ষাসমূহ ও অফিস চালু থাকবে; হলসমূহ খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভর্তির কার্যক্রম চলমান থাকবে।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষা চলবে। হলগুলো খোলা থাকবে এবং অনলাইনে ক্লাস চলবে। ভর্তি কার্যক্রমও চলবে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।