কিয়েভের অদূরে মিলল ৪১০ মরদেহ

রাজধানী কিয়েভের অদূরে ৪১০ জনের মরদেহ মিলেছে বলে দাবি করেছে ইউক্রেন।  কিয়েভে রুশ বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে দাবি দেশটির প্রধান প্রসিকিউটরের। খবর রয়টার্সের।

কিয়েভের আশপাশের শহরগুলো থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পর বুচা শহরের মেয়র দাবি করেছেন, ৩০০ বেসামরিক লোককে হত্যা করেছে রাশিয়া।  চেচেনরা এ এলাকা নিয়ন্ত্রণে নিতে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।

রোববার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন, ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০ মরদেহ পরীক্ষা করেছেন।

রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। রুশ বাহিনীর অভিযানে কোনো বেসামরিক হয়রানির স্বীকার হয়নি বলে দাবি মস্কোর। তারা বলছে, পশ্চিমা গণমাধ্যম সহিংসতা উসকে দিতে এসব অপপ্রচার চালাচ্ছে।

শনিবার বুচার একটি সড়কেই অন্তত ২০টি মরদেহ দেখতে পেয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তাদের একজনের হাত ছিল পেছনে বাঁধা। সবকটি মরদেহের বেসামরিক পোশাক পরা ছিল।
রবিবার স্থানীয় কর্মকর্তারা এএফপিকে গণকবর দেখান। সেখানে ৫৭টি মরদেহ দেখতে পান সাংবাদিকরা।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় নানা আয়োজনে মে দিবস পালিত

মোঃ আব্দুল মোমিন: স্টাফ রিপোর্টার, ক্রাইমবার্তাঃ সাতক্ষীরা জেলাব্যাপি বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মহান মে দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।