পাইকগাছায় পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় পাট দিবস উপলক্ষে পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর, খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম, সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষক আলতাপ হোসেন, সি,এ গোলাম সরোয়ার, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকুল ব্যানার্জী, ছন্দা রাণী মন্ডল, সান্ত্বনা মন্ডল ও জি,এম, শাহেদুজ্জামান।

22

 

পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বাজার চৌরাস্তা মোড়ে থানা কমিটির সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবি’র প্রবীননেতা কমরেড গুলজার রহমান, থানা কমিটির সেক্রেটারী কম. সুভাষ সানা মহিম, জয়েন্ট সেক্রেটারী পলাশ দাশ, পৌর কমিটির সেক্রেটারী অমল কৃষ্ণ মন্ডল, শিশির সরকার, বিপ্লব মন্ডল ভোলা, এস,এম, আফজাল হোসেন, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, রামপ্রসাদ সাধু, অচিন্ত মন্ডল, দিপক মন্ডল ও হাবিবুর রহমান।

পাইকগাছায় উপজেলা কমিটিকে পাশ কাটিয়ে সোলাদানা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় সাড়া মেলেনি
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা কমিটিকে পাশ কাটিয়ে সোলাদানায় অনুষ্ঠেয় আ’লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের সাড়া মেলেনি বলে খোদ দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় দলীয় ও অঙ্গসংগঠণের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে বলে লক্ষ্য করা গেছে। জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে সোমবার সোলাদানা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মহোসীনুর রহমান ও যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী স্বাক্ষরিত পত্রে বর্ধিত সভার আহবান করা হয়। সে অনুযায়ী সোমবার সকাল ১১টার দিকে চারবান্ধা শহীদ মিনার চত্ত্বরে ইউনিয়ন কমিটির সভাপতি মহোসীনুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের সাড়া মেলেনি বলে অভিযোগ উঠেছে। এ সভায় জেলা পরিষদ সদস্য উপজেলা আ’লীগনেতা আব্দুল মান্নান গাজী, পঞ্চানন সানা, স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিমল সরকার, আমিনুল ইসলাম সহ ২৫/২৬জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা আহবায়ক কমিটির সদস্য পঞ্চানন সানা বলেন, কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে। তবে উপজেলা কমিটিকে কেন অবহিত করা হয়নি সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী বলেন, আদালতে মামলার ধার্য্য দিন থাকায় এ সভায় আমি উপস্থিত হতে পারিনি। নাম প্রকাশ না করার শর্তে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানিয়েছেন, পদ-পদবীধারী ছাড়া এ সভায় দলের দূর্দিনে পরীক্ষিত পদ-পদবী বিহিন গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। উপজেলা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান বলেন, এ বর্ধিত সভা সম্পর্কে তারা কিছুই জানেন না। তবে এ ঘটনা অসাংগঠনিক ও অপরিপক্ক কাজ বলে তিনি জানিয়েছেন।

পাইকগাছায় উপজেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পারফেক্ট প্রকল্পের উপজেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। উপস্থিত ছিলেন, গোলাম সরোয়ার, সুভাষ চন্দ্র বসু, দীপন পোদ্দার, কিরণ বালা, নজরুল ইসলাম, শেখ অহিদুল ইসলাম, কার্তিক চন্দ্র হালদার ও মুক্তি ফাউন্ডেশনের পারফেক্ট প্রকল্পের সমন্বয়কারী প্রসাদ সরকার, রফিকুল ইসলাম ও উত্তম কুমার ঘোষ। সভায় সরকারী খাস জমির একসনা বন্দোবস্ত কার্যক্রম পুনরায় চালু এবং ভিক্ষুকমুক্তকরণ কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।