ক্যাম্প থেকে রোহিঙ্গা নিয়ে গিয়ে যুবলীগের সম্মেলন!

কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসে ট্রাকভর্তি ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে অর্থের বিনিময়ে এক প্রার্থীর পক্ষে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিমসহ কয়েকজন রোহিঙ্গা বলেন, টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি এক বড়ভাইয়ের মিছিলে যেতে তারা আমাদের এনেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কয়েকজন নেতা জানান, জনসমর্থন বেশি দেখাতে ক্যাম্প থেকে এসব রোহিঙ্গা যুবককে ভাড়ায় এনেছেন একজন প্রার্থী। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ ছাড়া অর্থের বিনিময়ে বৃদ্ধ ও মাদ্রাসায় পড়ুয়া শিশুদের সম্মেলনে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যুবলীগের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হয়নি।

প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর আজ উখিয়ায় অনুষ্ঠিত হচ্ছে উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত রয়েছেন।

যেখানে সভাপতি পদে ৫ ও সাধারণ সম্পাদক পদে ১২ জন যুবলীগ নেতা সম্মেলনের কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব

জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং ২০০৬ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।