নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনা মূলক লিফলেট বিতরন

ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ সংবাদদাতা ঃ নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে ‘দেশকে ভাল বাসুন জঙ্গিবাদকে প্রতিরোধ করুন’ স্লোগানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড, মুক্তির মোড়, বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম এই লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক ও রকিবুল আকতার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, ডিআইও-১ মোসলেম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, ওসি ডিবি জাকিরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

15
পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন সম-সাময়িক বিশ্বে জঙ্গিবাদ মারাত্মক অপশক্তি হিসেবে আবির্ভুত হয়ে পৃথিবীকে এক অনিরাপদ আবাসস্থল করে গড়ে তুলতে চাইছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ধর্মীয় জঙ্গিবাদ, উগ্রবাদ বা যে কোন চরমপন্থা কোনদিনই বৃহত্তম জনগোষ্ঠীর সমর্থন পায়নি। শুধু পুলিশি তৎপরতা বা অভিযানই জঙ্গিবাদের বিপদ মোকাবিলার একমাত্র পথ নয়। জঙ্গিবাদ বা এ ধরনের চক্রে যাতে নতুন কেউ জড়াতে না পারে সেদিকে যেমন জোর নজর লাগবে, তেমনি যারা ইতোমধ্যেই এই চক্রে জড়িয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সকলের সার্বিক সহযোগিতা লাগবে।#

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।