দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদাতা সাংবাদিক আবু সাইদ বিশ্বাসের আম্মা করিমন নেছা(৬৫)। জামায়াতের একজন প্রবীন রুকন। ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ অপারেশান। দীর্ঘ ৩ মাস তিনি এই হাসপাতালে ভর্তী। তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আম্মাকে পূর্ণ শিফা (সুস্থতা) দান করুেন। এই কঠিন সময় সহজ করে দিন, অপারেশনটি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারে—এই দোয়া কামনা করছি।
হে আরশের মালিক তোমার শেখানো এই দোয়ার ওসিলায় তুমি সাংবাদিক আবু সাইদ বিশ্বাসের মাকে সুস্থতা দান করে তাদের মাঝে ফিরিয়ে দিনন।
> اللَّهُمَّ اشْفِهَا شِفَاءً تَامًّا، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا
“আল্লাহুম্মাশফিহা শিফাআন তাম্মান, শিফাআন লা ইউগাদিরু সাকামা”
অর্থ: হে আল্লাহ! তাঁকে সম্পূর্ণ আরোগ্য দান করুন, এমন আরোগ্য যাতে কোনো ব্যাধি অবশিষ্ট না থাকে।
আজ ৪আগষ্ট সকাল সাড়ে ৮টায় ওটি রুমে প্রবেশ করান।
আল্লাহ যেন তাঁর ঈমান, ধৈর্য ও আমলগুলো কবুল করেন এবং তার ওপর রহমত বর্ষণ করেন—আমিন।
ক্রাইম বার্তা