বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে মানব বন্ধন-

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-বিভাগের নাম ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

সূত্রে, বিশ্ববিদ্যালয় ফলিত পদার্থবিজ্ঞান,ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। চাকুরির ক্ষেত্রে তাদের বৈষম্যের কারণে তারা এ দাবি জানিয়ে আসছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পদার্থ বিভাগসহ কয়েকটি বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দিয়েছে।

সোমবার বেলা ১২টায় বিভাগের নাম ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দাবিতে প্রশাসন ভবনের সামনে উপস্থিত হয়। এসময় তারা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করে।

বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান যুবায়ের‘র সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ফলিত পদার্থবিজ্ঞান,ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ আনোয়ারুল হক, শিক্ষার্থী আনোয়ার হোসেন, সালভী, আল আমিন, সাইফুল ইসলাম, সাইদুর রহমান, তায়রিন রিয় প্রমুখ। মানববন্ধন শেষে তারা ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

 

19রাবি সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ইবিসাসের নিন্দা
ইবি সংবাদদাতা-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকার সাংবাদিক আরাফাত রহমানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। সোমবার বিকাল ৫টায় ইবিসাসের সভাপতি মোস্তফা যুবাইর আলম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ নিন্দা জানানো হয়।

প্রেস বার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিকের উপর হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, বাস ভাংচুরের সময় ছবি তোলায় ইংরেজি দৈনিক ‘দ্যা ডেইলি স্টার’ -এর রাজশহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানকে পিটিয়ে গুরুতর জখম করে রাবি ছাত্রলীগের নেতা আহমেদ সজিব ও তার কর্মীরা।

Please follow and like us:

Check Also

খুলনাতে শিবিরের পানি ও স্যালাইন বিতরণ

খুলনাতে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাডাঙ্গা উত্তর থানা  শাখা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।