রোহিঙ্গা সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

ক্রাইমবার্তা রিপোর্ট:যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের কূটনৈতিক সমাধান চায়। এজন্য মিয়ানমারকে শাস্তি দেয়া নয়, রোহিঙ্গা সংকটের সমাধান করার লক্ষ্যেই আমরা কাজ করছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন দু’দেশের অংশীদারিত্ব সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ঢাকার আহ্বানে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা সংকট নিরসনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হয়।

এরপর একটি যৌথ সংবাদ সম্মেলন করা হয়। এতে থমাস শ্যাননের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকও বক্তব্য রাখেন।

এতে মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী টিলারসনসহ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নীতিনির্ধারকরা গভীর উদ্বেগে রয়েছেন।

Please follow and like us:

Check Also

হাসপাতালে মোবাইলের আলোয় অস্ত্রোপচার, মা-নবজাতকের মৃত্যু

বিদ্যুৎ না থাকায় অপারেশন থিয়েটার অন্ধকার। নেই জেনারেটর বা বিকল্পব্যবস্থাও। যে কারণে কোনো লাইটই জ্বলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।