শ্যামনগরে রূপান্তরের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ সভা

মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলা সভা কক্ষে এইচ এস বি সি ওয়াটার প্রোগ্রাম-২ প্রকল্প অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর এইচ এস বি সি অর্থায়নে, ওয়াটার এইড বাংলাদেশ সহায়তায়, রূপান্তর বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গূহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস,এম, মহসিন-উল-মূলক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, ওয়াটার এইড বাংলাদেশ হেড অব প্রোগ্রাম আফতাব অপেল, প্রোগ্রাম ম্যানেজার মারজানা চৌধুরী, প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, রূপান্তর শ্যামনগর প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, সরকার্রী বে-সরকারী কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন ইউপি চেয়ারম্যান,সচিব, সদস্য,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। কর্মশালায় শ্যামনগরের ১২টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির পানি, পয়ঃনিষ্কাষণ ও স্বাস্থ্য ঝুঁকির প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিও মাধ্যমে স্কুল ও কমিউনিটি পর্যায়ের পানি পয়ঃনিষ্কাষণ ও স্বস্থ্যবিধির মান উন্নয়নে প্রকল্পের কার্যক্রম অবহিত করণ করা হয়।

০৬ ডিসেম্বর ২০১৭,বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব

জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং ২০০৬ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।