ঝালকাঠিতে মাদকে জড়িতদের আত্মসমর্পণ, পুনর্বাসন এবং কমিউনিটি পুলিশিং ও জঙ্গি বিরোধী সভা।

ক্রাইমবার্তা রিপোর্ট:ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুলিশের ডিআইজির উপস্থিতিতে ৬৫ জন মাদক ব্যবসায়ী শপথ পরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
রবিবার বিকেল ৪ টায় জেলা পুলিশ লাইনে এক আনরম্বর পূনর্বাসন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। এছাড়াও তিন নারী মাদক ব্যবসায়ী সুস্থ্য জীবনে ফিরে আসায় তাদেরকে সেলাই মেশিন উপহার দিয়ে পূনর্বাসিত করা হয়।
জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে এ পূনর্বাসন অনুষ্ঠানে বরিশাল রেঞ্জর ডিআইজি মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যাবসায়ীদের শপথ বাক্য পাঠ করান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লা পনির, যুগ্ন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পিপি আব্দুল মান্নান রসুল প্রমুখ।এদিকে দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক মদক বিরোধী সাইকেল র‌্যালী বের করা হয়।

১০ ডিসেম্বর  ২০১৭,রবিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।