যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত হাইকোর্টে

ক্রাইমবার্তা রিপোর্ট:দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরের ঐতিহ্যবাহী যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, একটি রিট আবেদনের প্রেক্ষাপটে ছয় মাসের জন্য গাছ কাটার ওপর বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী গাছগুলো এখন যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সড়কটি সম্প্রসারণের জন্য ওই সড়কের দু পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় প্রশাসন। এর পরই এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিবাদ।

জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, জেলা প্রশাসনের ডাকা সভায় সর্বসম্মতভাবেই গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। তবে গাছ কাটার পর নতুন সড়কের দু পাশে বনায়ন করা হবে।

প্রায় দুশ’ বছর আগে সড়কটি নির্মাণ করে গাছগুলো রোপণ করেছিলেন স্থানীয় জমিদার কালিপদ পোদ্দার।

যশোর রোড নামে পরিচিত সড়কটি কোলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত।

পেট্রাপোল থেকে কোলকাতা পর্যন্ত সড়ক চার লেন হয়েছে। তবে সে অংশে জনমতের চাপে ও আদালতের আদেশে গাছগুলো অক্ষত রাখা হয়েছে।

যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ৩৮ কি.মি.। এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্পটি পাশ হয় ২০১৭ সালের মার্চ মাসে।

এই রাস্তার দুই পাশে সড়ক ও জনপথের হিসেব অনুযায়ী গাছ রয়েছে ২,৩১২টি।

এর মধ্যে দুশ’র অধিক গাছ রয়েছে যেগুলোর বয়স ১৭০ বছরের বেশি।

গাছ গলোর সাথে জড়িয়ে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা এবং স্থানীয় মানুষের আবেগ বিজড়িত স্মৃতি।

তাই গাছগুলো একেবারে কেটে নিশ্চিহ্ন করে রাস্তা সম্প্রসারণের বিষয়টি অনেকেই মেনে নিতে পারছিল না।

১৮জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।