গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষ নিহত-২, আহত-৮

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটিকরপোরেশনের ভোগড়া বাইপাস সড়কে শুক্রবার যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত এবং অন্ত:ত ৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও মাদারীপুরের শিবচর উপজেলার নারিকেলবাড়ী এলাকার রহমত আলী মোড়লের ছেলে রতন মোড়ল (৪৭)।আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান,শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। এসময় বাইপাস সড়কে ভোগড়া পেয়ারাবাগান এলাকায় একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীতগামী যাত্রীবাহী আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার অন্ত:ত ৮জন যাত্রী আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উল্লেখিত ২জনকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে লেগুনা যাত্রী গাজীপুর সিটিকরপোরেশনের বড়বাড়ি এলাকার বাসিন্দা আক্তার হোসেন (২৮) ও জাহাঙ্গীরকে (৩০)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। আহত মিল্টনসহ অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।