সিলেটে পাথর কোয়ারি থেকে আরো ২ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৫

ক্রাইমবার্তা রিপোর্ট:সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ কোয়ারির গভীর গর্ত থেকে আরো দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে মাটি সরিয়ে ওই দুই লাশ উদ্ধার করে। এর আগে রোববার রাতে স্থানীয়রা আরও তিনটি লাশ উদ্ধার করেছিল।
রোববার রাতে জেনারেট লাগিয়ে স্থানীয় আলী আমজদের গর্তে পাথর উত্তোলন করছিলো শতাধিক শ্রমিক। এ সময় উপরের অংশ ধ্বসে বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। স্থানীরা রাতে উদ্ধার কাজ চালিয়ে পাথর শ্রমিক সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমীন ও হযরত আলীর ছেলে মতিবুর রহমান সহ তিন জনের লাশ উদ্ধার করে।
এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রুহেল, রকিবুল ও ফিরোজ আলী নামের আরও তিনজনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকালে পুলিশ কালাইরাগ কোয়ারিতে ফের উদ্ধার অভিযান শুরু করে। এ সময় তারা গর্তের ভেতরে মাটিচাপা অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। তাদের পরিচয় পুলিশ সনাক্ত করতে পারেনি। এ ঘটনার পর পুলিশ কোয়ারি এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক সর্দার আব্দুর রউফকে আটক করেছে।

Please follow and like us:

Check Also

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু

 খুব সাধারণ বিষয় নিয়ে মা-বাবার মধ্যে ঝগড়া লেগে থাকত এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।