সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোহাম্মাদ আলী সুজন ,সাতক্ষীরা :

সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠার এই আনন্দময় দিনে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজনের পরিচালনায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাঠক নন্দিত এই পত্রিকার ২৭তম বর্ষে পথচলার শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, বর্তমান সেক্রেটারি আব্দুল বারি সাবেক সেক্রেটারীদ্বয় সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার এম. কামরুজ্জামান।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার কালিদাশ রায়, সময়ের খবরের রুহুল কুদ্দুস, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, এস এ টিভি’র শাহীন গোলদার, ডিবিসির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, বাংলা ভিশনের আসাদুজ্জামান, খোলাকাগজের ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্দুল গফুর,দৈনিক জন্মভূমির শহীদুল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন প্রমুখ। দীর্ঘ ২৭ বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে বক্তারা ভোরের ডাক পত্রিকার আপোষহীণ লড়াইকে সাধুবাদ জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্য নিশ্চিতে ভোরের ডাক পত্রিকার অবদানকে তুলে ধরে বক্তারা বলেন, ভোরের ডাক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে কথা বলে। গণ মানুষের কথা তুলে ধরে বলেই ভোরের ডাক পাঠক মহলে নন্দিত সমাদৃত।
Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব

জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং ২০০৬ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।