পিরোজপুরে ট্রলারডুবিতে নিখোঁজ সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:   পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মিয়ারহাট ট্রলার ঘাটের কাছে ট্রলার ডুবির পর বেলা ১২টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নিখোঁজ মো. শহিদুল ইসলাম (৫০) নেছারাবাদ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। তিনি মিয়ারহাটের আবুল 15কালাম মিয়ার ছেলে।  মিয়ারহাট ট্রলার ঘাটের দায়িত্বে থাকা আতাউর রহমান জানান, ট্রলারটিতে ১২-১৩ জন যাত্রী ছিলেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও শহিদুল ডুবে যান। পরে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।  ট্রলারযাত্রী হাবিব ও কাইউম খান বলেন, সকালে স্বরূপকাঠী যাওয়ার জন্য মিয়ারহাট ট্রলার ঘাট থেকে রওনা হয় তাদের ট্রলার। একটু দূরে যেতেই অতিরিক্তি কুয়াশায় পথ দেখতে না পেয়ে কাঠবোঝাই একটি ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় ট্রলারটি।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় শ্রমিক দলের মে দিবসের র‌্যালি

আব্দুল মোমিন, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।