বেনাপোল সীমান্ত থেকে ৪১ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শুক্রুবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৪২ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে ১২ জন নারী, ২০ জন পুরুষ ছাড়াও রয়েছে ৯ টি শিশু। তাদের বাড়ী নড়াইল, বাগেরহাট  বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান  বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ, করছে এমন ধরনের  গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে  ১২জন নারী , ২০ জন পুরুষ ও ৯ জন শিশুকে আটক করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীর।

আটককৃতদের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় শ্রমিক দলের মে দিবসের র‌্যালি

আব্দুল মোমিন, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।