কারো জন্য অপেক্ষা নয়, নিজের বাড়ির আঙ্গিনা নিজেকেই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ডিসি মোস্তফা কামাল

মীর মোস্তফা আলী: গত ৯ আগস্ট শুক্রবার ১ নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়ার জয়বাংলা ভবন থেকে বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছিলেন জেলা প্রশাসক। তারই অংশ হিসেবে ধারাবাহিকভাবে বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আজ শুক্রবার ৩০ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সাতক্ষীরা পৌরসভার ১টি ওয়ার্ডের উত্তর কাটিয়া গ্রামে ওসমান গনি, ডা. রবিউলের ভাড়াটিয়া শাহানা খাতুন, আহাদ ও আব্দুল গফ্ফারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে যান। জেলা প্রশাসক বাড়িতে বাড়িতে যাওয়ায় তারা অনেক খুশি এ জন্য যে তার মত একজন উর্ধতন কর্মকর্তা সাধারণ মানুষের বাড়িতে এসে তাদের সচেতন করছেন। তারা আরো বলেন আমাদের সচেতন করার জন্য এর আগে কেউ আসেনি। এ সময় জেলা প্রশাসক তাদের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি ডেঙ্গু বিষয়ে আতঙ্কিত না হয়ে বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, এডিস মশা বংশ বিস্তর রোধে আপনারা প্রতিদিন নিজেরা নিজেদের বাসা বাড়ির আঙ্গিনা, ছাদবাগান, ফুলের টব, নারিকেলের খোলা, গর্ত, ড্রেন, ভাঙ্গা হাড়ি পাতিলসহ যে সব স্থানে পানি জমে ফ্রিজের পানি, এসির পানি এ জমা পানিতে এডিস মশার জন্ম হয় সে গুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিলান্ডসহ প্রতিটি এলাকায় একটি করে কমিটি করে দেওয়া হয়েছে। সে কমিটির কর্মকর্তা যে কোন সময় আপনাদের বাড়ির আঙ্গিনায় উপস্থিত হবেন, পরিস্কার পরিচ্ছন্ন কর্যক্রম দেখবেন এবং এডিস মশা বংশ বিস্তারের আলামত পেলে আইনী ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন, এখন করো অপেক্ষায় বসে থাকার সময় না। অপেক্ষা না করে এডিস মশার কবল থেকে নিজে বাঁচতে এবং আপনার প্রতিবেশিকে বাঁচাতে নিজেরা নিজেদের বাড়ি ঘরের অঙ্গিনা পরিবেশ প্রতিবেশকে রক্ষা করুন। আর যদি পারেন ভোরের আলোর সাথে সাথে সূর্য আলোর আগে এবং সন্ধ্যার আলো সূর্য ডুবার আগে এ সময়টা কৃষি যন্ত্রদিয়ে কীটনাশক স্প্রে করুন।
এ সময় এডিএম আবু সাইদ, এনডিসি সজল মোল্লা, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলার জোসৎনারাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।