একদিনে ভারতে বজ্রপাতে ১০০ এর বেশি প্রাণহানি

ক্রাইমর্বাতা ডেস্ক রিপোট:  ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে কমপক্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই বজ্রবৃষ্টি থেকে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়া বিভাগ।

এই ঘটনায় টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে ত্রাণ পাঠানোর জন্য জরুরী তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের ঝড় ও বৃষ্টিতে গাছ ভেঙ্গে পড়েছে, ইলেকট্রিক পোল উল্টে গেছে। এতে প্রাণিহানির পাশাপাশি আহত হয়েছে অনেক মানুষ। শুধুমাত্র বিহারেই ৮৩ জন মারা গেছে যা গেল কয়েক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু রাজ্যটিতে। এর আগে ২০১৫ এবং ২০১৭ সালে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।