কালিগঞ্জে জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জে জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মোহাম্মদ হোসেন আলীর ছেলে সাইদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জলবায়ু ট্রাস্টের প্রাকৃতিক দুর্যোগ রোধ ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় ২০১৯ সালের জানুয়ারিতে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মৃত রুপ গাজীর ছেলে হোসেন আলী গাজী (৬৫), একই গ্রামের সহর আলী গাজীর ছেলে কাসেম আলী (৬০) ও মৃত ঝড়ো গাজীর ছেলে সামাদ আলী গাজী (৫২) সহ এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্রকল্পের ঘর দেয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে শহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।

শহিদুল ইসলাম ক্ষমতাসীন দলের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে প্রতারণা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বলে ভুক্তভোগীরা জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত শহিদুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া যায়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব

জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং ২০০৬ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।