চুয়াডাঙ্গার বাঁশবাগানে মিলল ৯ স্বর্ণের বার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঁশবাগান থেকে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সীমান্তের চাকুলিয়া গ্রামের মাঠের একটি বাঁশ বাগান থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সীমান্তে ফুলবাড়ী ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিনগত রাতেচুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে অভিযানের একপর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশবাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।