মৃত্যুর ৮ মাস পর কবর খুঁড়ে তোলা হলো লাশ

ভোলার লালমোহনে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তার লাশ তোলা হয়। মৃত ওই ব্যক্তির নাম মো. কামাল মাঝি। তিনি ওই এলাকার মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে লাশ তুলে তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিআই, মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসা থেকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়।

পর দিন পাশের একটি গ্যারেজে তার লাশ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর পর লাশ এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

পরে মৃত কামাল মাঝির ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে চট্টগ্রাম সিএমএম কোর্টে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন– নজরুল ইসলাম দুলাল, মিলন, জেবল হক, শাহ আলম, আব্দুর রহমান। এর পর আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআইর উপপরিদর্শক মো. মেজবাহ উদ্দিন বলেন, আদালতের নির্দেশ পেয়ে মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা

Please follow and like us:

Check Also

এক নারীতে ধরাশায়ী ৩ চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা

বরগুনার তালতলীতে এক নারীতে ধরাশায়ী হয়েছেন তিন চেয়ারম্যান ও এক ছাত্রলীগ নেতা। আলোচিত আপত্তিকর ভিডিওর ঘটনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।