সাতক্ষীরায় করোনায় ৪৮ ও চিকিৎসাধীন অবস্থায় ২৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মহিলা ও দু’জন পুরুষ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সরকারী বেসরকারী হাসপাতালগুলোতে মোট করোনা পজিটিভ চিকিৎসাধীন আছেন ৫৪৯ জন। এপর্যন্ত জেলায় করোনায় মৃত্যু ৪৮ জন ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৩৯ জন।

বৃহস্পতিবার ৯৫ জনের করোনা টেষ্ট করে ৪৮জনের পজিটিভ এসেছে। যার আক্রান্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২,১৪৫জন।
এদিকে, লকডাউনের ৬দিন সকাল পর্যন্ত জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্থানে ৫৮টি অভিযানে ২৯২টি মামলায় ২লাখ ১৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলাব্যাপি করোনার উর্দ্ধমুখি সংক্রমন অব্যাহত থাকার প্রেক্ষাপটে আজ দুপুরে জেলা করোনা কমিটির জরুরি ভার্চুয়াল সভা আহবান করা হয়েছে। সভায় সাতক্ষীরা জেলায় দ্বিতীয়দফায় আরো ৭ দিনের লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

Please follow and like us:

Check Also

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. মাহমুদুল হাসান পলাশ

সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।