একটি আইসিইউ বেড়ের জন্য সাতক্ষীরা থেকে ফরিদপুরে নিয়েও বাঁচানো গেল না

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন (৩৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি———রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টায় ৫০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শামীম হোসাইন মাগুরা সদর উপজেলার মৃত মুন্সি ওবাইদুর রহমানের ছেলে।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র ডাঃ মনোজ কুমার হালদার জানান, গত ১৫/০৬/২০২১ তারিখে দেবহাটা উপজেলার সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাপিড স্ট্রিপ টেষ্ট পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট হয় তার। ঐদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব মন্ডলের পরামর্শে চিকিৎসা শুরু হয়। তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ১৭/০৬/২০২১ তারিখ সাতক্ষীরা থেকে অক্সিজেন সিলিন্ডার আনিয়ে সখিপুরস্থ বাসা বাড়িতে অক্সিজেন দেওয়া হয়।

সেখানে অধিক অক্সিজেন ব্যবস্থা সরবরাহ না থাকায় ১৮/০৬/২০২১ তারিখ এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। একদিন সেখানে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ১৯/০৬/২০২১ তারিখ মেডিকেল কলেজ থেকে ডাক্তার আইসিইউতে রাখার নির্দেশনা দেন। সাতক্ষীরাতে আইসিইউ খালি না থাকায় তার পরিবারের সদস্যদের পরামর্শে ৩টি অক্সিজেন সিলিন্ডারসহ এ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২৯/০৬/২০২১ তারিখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুন:রায় করোনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ আসলেও সেখানে চিকিৎসা নেন এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১/০৭/২০২১ তারিখ মৃত্যুবরণ করেন তিনি। বৃহস্পতিবার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫বছর ২মাস বয়সের একমাত্র মেয়ে উম্মে খাদিজা রহমান, স্ত্রী চুমকি খাতুনসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী সহ সাসের ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও সমৃদ্ধি কর্মসূচির সকল স্টাফ বৃন্দ।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের মানুষ।

শামীম হোসাইন কর্মজীবনের শুরুতে ভোলায় বে-সরকারি প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট কমিউনিটি লিগাল সার্ভিসের ট্রেনিং কো-অডিনেটর পদে ১২ বছর কর্মরত ছিলেন। পরে ২০১৫ সাল থেকে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী পদে সখিপুরে কর্মরত ছিলেন।

তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হিসেবে দীর্ঘ সাত বছর সমাজসেবা মূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে ছিলেন।

সমাজের প্রতিটি মানুষের সাথে ছিল তার সখ্যতা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করতেন তিনি। চাকুরী জীবনে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, আন্তরিক ও সৃজনশীল। তার মৃত্যুতে সখিপুর ইউনিয়ন সহ দেবহাটা উপজেলার সর্বস্থরের মানুষের মাঝে ও সাস সমৃদ্ধি অফিসের সকল কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার জুম্মা নামাজ শেষে দেবহাটা উপজেলা জামে মসজিদ, সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদ, সখিপুর মাদ্রাসা জামে মসজিদ, চিনেডাঙ্গা জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, মাঘরী জামে মসজিদ, -চন্ডিপুর জামে মসজিদ সহ উপজেলা বিভিন্ন জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।