সৌদিতে তুষারপাত মরুভূমি ঢাকল বরফের চাদরে

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে তুষারপাতে বালির মরুভূমি ঢেকে গেছে বরফের চাদরে _ইন্টারনেটরাতারাতি বালির মরুভূমি বদলে গেছে বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাৎ একেবারে শূন্যের নিচে! সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি ঢেকে গিয়েছে বরফের চাদরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরলতম। এর আগে এমন কোনো দিন ঘটেনি। সৌদি আরবের উত্তরে আল জফের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নিচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। হঠাৎ এভাবে বরফ পড়া নিয়ে যেমন তারা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ্ম, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড বনে যাবে কখনো ভাবেননি তারা। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।
আনন্দ

Please follow and like us:

Check Also

হামাস-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা শিগগিরই

দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস শনিবার জানিয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।