রাষ্ট্রদূতের চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেল চারটায় এ নিয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা রয়েছে ডিএমপি’র।

প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল। পরে এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

Please follow and like us:

Check Also

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।