নাটোর প্রতিনিধি
নাটোর উপজেলা পর্যায়ের মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) এর প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার শহরের কানাইখালী এলাকায় রজনীগন্ধা মহিলা সমিতির অফিসে ছয় মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সার্ভিসিং সংক্রান্ত প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আরা শিল্পী, পারভীন আক্তার ও ফিরোজ সুলতানা। এ প্রশিক্ষণ কোর্সে প্রথম পর্বে ২০জন মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে।
