‘ইসলামী দলগুলো মানুষের কাছে যেতে পারেনি’: তবে জামায়াত…

ক্রাইমবাতা ডেস্করিপোট:   এখনকার ইসলামী দলগুলো অনুষ্ঠান নির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী।

তিনি বলেন, এ দেশের ইসলামী দলগুলো গত ৪০-৪৫ বছর ধরে রাজনীতি করলেও মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এই দলগুলো অনুসারী নির্ভর।’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর-১ এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী এসব কথা বলেন।

এসময় ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, এই দলটি স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বিতর্কিত। তারা একটি খোলসে বন্দি, সেখান থেকে বেরুতে পারেনি। তবে তাদের সাংগঠনিকভাবে সুসংগঠিত, এটা অস্বীকার করার সুযোগ নেই। কোনও দলই এটা অস্বীকার করতে পারবে না, এটা বাস্তব।

সুফীবাদী ধারার দলগুলো সম্পর্কে সাইফুদ্দিন বলেন, সুফীবাদী ধারার দলগুলো সার্বিকভাবে মদীনার সনদের দর্শনের বিষয়টি তুলে ধরতে পারছে না। সম্প্রীতির দর্শনের যে কথা মদীনার সনদে বলা হয়েছে, তাও তারা সামনে আনতে পারেননি।

দলের সম্পর্কে সাইফুদ্দিন জানান, সুপ্রিম পার্টি দেশের ২৫ টি জেলায় দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশন যেন সারা বছরই রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া কার্যক্রম শুরু করে।

Please follow and like us:

Check Also

দীর্ঘ খরতার পর সাতক্ষীরায় শীতল বৃষ্টিতে স্বস্তির পরশ

অবশেষে অগ্নিস্নানের পর ধরণীতে নেমে এলো স্বস্তির বৃষ্টি। দীর্ঘদিন খরতায় পুড়ে শীতল বৃষ্টিতে ভিজলো মাটি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।