সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়েনের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাতিতে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার (২৮ জুন) ভোর রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে।
চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার তালার হ্যাজবোল্ট কেটে ভিতরে ঢুকে বাড়ির মালিকের লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শ্রেণীর ছাত্রী ফাইমা খাতুন সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে শনিবার ভোররাতে কোন এক সময় চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবোল্ড কেটে ভেতরে ঢোকে। চোরেরা ঘরের আলমারিতে রক্ষিত আমার বাবার লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দিয়েছি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
কোনও ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত: জামায়াত আমির
অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের …