Breaking News

সুন্দরবনে হরিণ শিকারের ২৫ কেজি ফাঁদ জব্দ

পূর্ব সুন্দরবনের শেলারচর ছাপরাখালী এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করেছে।

সোমবার (১ জুলাই) বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদার।

অভিযানকালে বনরক্ষীরা বনাঞ্চলের ভেতর থেকে প্রায় ২৫ কেজি ওজনের ফাঁদ ও ১০টি সিটকা ফাঁদ জব্দ করেন। ধারণা করা হচ্ছে, এগুলো হরিণ শিকারের উদ্দেশ্যে বনের গহীনে পেতে রাখা হয়েছিল।

বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হরিণ শিকারের গোপন তৎপরতা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

About news-admin

Check Also

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় পুলিশ সুপার

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়ের অংশগ্রহণ: অদ্য ১৩ জুলাই ২০২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *