সাতক্ষীরা সংবাদদাতাঃ পানিবদ্ধতা নিরসনে শহরের ইটাগাছা বিল এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম,৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাওলনা আব্দুর রহিম, ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী হামিদুর রহমান, ফারুক হোসেনসহ স্থানীয়রা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ স্থানীয়দের সাথে কথা বলেন। স্থানীয়রা অপরিকল্পিত মাছের ঘেরকে পানিবন্ধতার জন্য দায়ী করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘের মালিকদের সাথে কথা বলেন। তিনি ঘের মালিকরা দ্রুত সময়ের মধ্যে পানি সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
Check Also
জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট
জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: …