ইসলামী ব্যাংককে গোছানোর চেষ্টা করছি-সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জোবায়দুর রহমান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
ইসলামী  ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোজাফফর গার্ডেন এন্ড রিসার্ট অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়োজনে উক্ত  মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. জোবায়দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক ও আইবিএফ এর সদস্য প্রফেসর ড. এম মাসুদ রহমান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড’র  পরিচালক শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বর্তমান  পরিচালক মাহবুবুল আলম, সাবেক পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম  এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শেয়ারহোল্ডার ডাঃ আবুল কালাম বাবলা, আব্দুল খালেক, প্রফেসর আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন পর্যায়ের শেয়ারহোল্ডারগন। এসময় হাসপাতালের সকল পর্যায়ের শেয়ারহোল্ডারগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে,  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. জোবায়দুর রহমান বলেন, এস আলম হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ইসলামী ব্যাংককে গোছানোর চেষ্টা করছি। ভালো সেবার মাধ্যমে রেভিনিউ বৃদ্ধি পেলে স্টকহোল্ডারদেরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ইসলামী ব্যাংক আগের থেকে এখন অনেক ভালো অবস্থানে আছে। সকলের সহযোগিতা পেলে ভালো কিছু উপহার দিতে পারব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের কনসালটেন্ট চত্বরে হাসপাতালে কর্মরত স্টাফদের  সাথে এক মত বিনিয় সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় হাসপাতালের দ্বিতীয় তলায় সাতক্ষীরার বিভিন্ন  বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ অতিথিদের সাথে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *