যশোরের ভৈরব নদীতে ৬৮০ টন সারসহ জাহাজডুবি

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদী পীরবাড়ি (এশিয়ান ঘাট ) গত ২ ফেব্রুয়ারি ১ ম ভৈরব নদীতে নোঙ্গর করা অবস্থায় জাহাজের তলা ফেটে যায় । এবং দ্রুত জাহাজ টি ডুবে যায় ,ক্ষতি হয় ৬৮০ টন ইউরিয়া সারের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২১ জানুয়ারি চট্টগ্রাম থেকে ভোর ৫:০০টায় ছেড়ে এসে ২৫ জনুয়ারি সন্ধ্যা ৬:৩০ টায় অভয়নগর উপজেলার ভাটপাড়া ঘাটে পৌঁছায়। প্রতিনিধি যোগাযোগ করে চালান জমা হয় ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ টায় এবং ৩১ জানুয়ারি উপজেলার বেঙ্গল জুট মিলের ঘাটে দুদিন থাকার পর ২ ফেব্রুয়ারি বিকেল ৩:০০ টায় নিয়ে আসি পীরবাড়ি এশিয়ান ঘাটে।মাল আউট করেনি । রাত ১২:৩০ টায় হঠাৎ করে জাহাজের তলা ফেটে পানি উঠতে উঠতে জাহাজটি ডুবে যায় ।একথা বলেন মোঃ সজিব হোসেন (মাস্টার ) ।তবে তিনি জানান ১৫০ বস্তা সার সারাতে পারি।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঘটনাটা সত্য ,তবে দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেন।

Please follow and like us:

Check Also

স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।