কলমার প্রতি পরিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পাচ্ছে

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ ‘ইউপি’-এর প্রায় প্রতিটি পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্ন্তভূক্ত রয়েছে। সম্প্রতি কলমা ইউনিয়ন পরিষদ ‘ইউপি’ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য উন্নত মাণের টিফিনবক্স বিতরণ করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী ও শিক্ষা গ্রহণে উৎসাহ-উদ্দীপনার জন্য বিনামূল্য উন্নত মাণের এসব টিফিনবক্স বিতরণ করা হয়। আর বিনামূল্য টিফিনবক্স পাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে, পাশাপাশি বিদ্যালয়ে আসার আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে বহুগুণে বৃদ্ধি পেয়েছে আগ্রহ বেড়েছে শিক্ষা গ্রহণের প্রতি। জানা গেছে, চলতি অর্থবছরে ‘লোকাল সাপোর্ট গভঃমেন্ট প্রজেক্ট’ ‘এলজিএসপি’ প্রকল্পের অর্থায়নে কলমা ইউপির ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১৭৪৭টি উন্নত মাণের টিফিনবক্স বিতরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, তানোরের সর্ববৃহত ও ইতিহাস সমৃদ্ধ কলমা ইউনিয়ন পরিষদ ‘ইউপি’ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নির্বাচিত একজন জনপ্রতিনিধির ‘চেয়ারম্যান’ স্বদিচ্ছা থাকলে একটি অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মান বৃদ্ধি ও আমূল পরিবর্তন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত কলমা ইউপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২০১১ সালে প্রথম ও ২০১৬ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। মাত্র ৬ বছরের মধ্যেই তিনি কলমা ইউপির চেহারায় আমুল পরিবর্তন করে দিয়েছেন। কলমা ইউপির বিভিন্ন এলাকার প্রত্যন্ত ও নিভৃত পিছিয়ে পড়া পল্লীর বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছেন। পিছিয়ে পড়া এসব পল্লীর উন্নয়নে সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, আইনশ্ঙ্খৃলার উন্নয়ন, মাদক প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৃদ্ধি, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, ক্রীড়া, শতভাগ স্যানিটেশন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ, বিশুদ্ধ পানি, কৃষি ও মানবাধিকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এসব ছাড়াও কলমা ইউপির প্রায় ৯ হাজার ৪৩০টি পরিবারের মধ্যে ৬ হাজার ২৯৬টি পরিবার সরাসরি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী। তবে কৃষি ও মৎস্য খাতের ভূর্তুকি ধরা হলে বাকি প্রায় ৩ হাজার পরিবারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে। সূত্র জানায়, প্রতি মাসে ৫০০ টাকা করে মোট ৮৬০ জন বয়স্কভাতা পায়, বিধবা ভাতা গ্রহীতার সংখ্যা ২৮৪ জন মাসে ৫০০ টাকা, মাতৃত্বকালীন ভাতা ৭৯ জন মাসে ৫০০ টাকা, প্রতিবন্ধী ভাতা ২৩৪ জন মাসে ৬০০ টাকা, ভিজিডি কার্ড ৫৬২ জন মাসে ৩০ কেজি চাল , ভিজিএফ কার্ড ২২০৫ জন মাসে ১০ কেজি চাল, কর্মসৃজন কর্মসূচির শ্রমিক ২৩৭ জন দিন ২৫০ টাকা, ফেয়ারপ্রাইস কার্ড ১৮১০ জন মাসে ৩০ কেজি চাল , আরএমপি ‘মহিলা’ ১০ জন দিন ২৫০ টাকা, মৎস্যজীবী ভাতা ১৫ জন মাসে ৫০০ টাকা, ফলজ বাগানে ডাসকোর ভূর্তুকি ১৯ জন বছরে দেড় হাজার টাকা ও জমি আছে বাড়ি নাই কর্মসূচিতে একজন উপকারভোগী রয়েছেন তাকে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও প্রায় তিন হাজার ভুমিহীন পরিবারকে সরকারি খাস সম্পত্তি বন্দোবস্ত করে দেয়ার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে ও ২০টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এদিকে শুধু সরকারি সহায়তায় নয় ব্যক্তিগত ভাবেও তিনি সাধারণ মানুষের সমস্যা-সংকটে ঝাপিয়ে পড়েন। সমাজের হতদরিদ্র মানুষের অসুখ-বিসুখে সহায়তা প্রদান, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগান, কন্যা দায়গ্রস্ত পিতা-মাতার পাশে দাড়িয়ে বিয়েতে সহায়তা করাসহ এমন কোনো কাজ নাই যা তিনি করেন না। ফলে তিনি আজ শুধু কলমা ইউপির নেতা নন, তিনি এখন তানোর উপজেলার দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষের নেতায় পরিণত হয়ে উঠেছেন।
এব্যাপারে কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, তার ইচ্ছে রয়েছে কলমা ইউপিকে দেশের মধ্যে ইউনিয়ন পরিষদের উন্নয়নে রোল মডেল হিসেবে গড়ে তোলার। আর সেই লক্ষ্য নিয়ে তিনি নিরলস কাজ করে চলেছেন। #

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।