সাতক্ষীরায় খাদ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। “সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুস্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে খাদ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মরিয়ম মান্নান। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, মোঃ আনিছুর রহিম ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভয়েস অফ সাতক্ষীরার সম্পাদক এম, কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, তাহমিনা ইসলাম, আবু জাফর সিদ্দিকী, অপারেশন পাল প্রমুখ। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার প্রসঙ্গ বিষয়ে আলোচনায় প্রধান অতিথি বলেন সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে ভর্তুকি দিচ্ছে যাতে আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ হতে পারি। এছাড়া বিদেশ থেকেও ধান-চাল আমদানি করছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এতে সরকারের কোন অনিহা নেই এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে বা হচ্ছে। খাদ্যে ভেজাল রোধো সরকার বদ্ধ পরিকর এবং এই অবৈধ কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে সবাই বয়কট করুন। খাদ্যের অধিকার আমাদের মৌলিক অধিকার এটা রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে একযোগো কাজ করার আহবান করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বরাবর ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
নাজমুল আলম মুন্না

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় তামাক কোম্পানির বিজ্ঞাপণে সয়লাব

জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং ২০০৬ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।