সাতক্ষীরায় মাগুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাইপাস করা ব্যক্তিসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বয়ো-জোষ্ঠ্য বাইপাস করা ব্যক্তিসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ বাইপাস করা রোগী মো. লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যক্তিসহ তার স্ত্রী এবং ২ মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আহত ব্যক্তির ছোট মেয়ে নাজমুন নাহার মৌসুমী একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মাগুরা গ্রামের মো. মনিরুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুনের সিম গাছ লুৎফর রহমানের নিম গাছে উঠেছে এবং লুৎফর রহমানের মেহগনী গাছের পাতা মনিরুল ইসলামের ছাদে পড়াকে কেন্দ্র করে বিবাদী সন্ত্রাসী প্রকৃতির নারী মনোয়ারা কথাকাটাকাটি ও অকর্থ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে বাইপাসের রোগী লুৎফর রহমানকে জুতা দিয়ে মারতে থাকে। এসময় স্ত্রী ও মেয়েরা তাকে রক্ষা করতে গেলে ঐ সন্ত্রাসী নারী তাদেরকে বেধরক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বাদীর গলা থেকে ৮ আনা ওজনের চেইন ছিড়ে নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে আহত লুৎফর রহমানকে উদ্ধার করে পাশ^বর্তী ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বুকে গুরুতর আঘাত পাওয়ায় সেলাইয়ের স্থান থেকে রক্ত বের হচ্ছে। তার বুকে আঘাত পাওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। ঘটনা সূত্রে এলাকাবাসী জানায়, ঐ মহিলা ও তার স্বামী সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় প্রায় বিভিন্ন মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়ায় এবং ঐ আহত পরিবারের সাথে প্রায় ঝগড়া করাসহ মামলা হামলার ঘটনা ঘটে। এককথায় তারা এলাকার কাউকে মানেনা এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। অভিযোগটি তদন্ত পূর্বক ঐ সন্ত্রাসী মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে আহত ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে শুনেছি। অভিযোগ টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please follow and like us:

Check Also

হবিগঞ্জে ৫ ঘণ্টায় ১৬ ভোট

হবিগঞ্জ বানিয়াচং উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ৫ ঘণ্টায় মাত্র ১৬টি ভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।